



বচ্চনদের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বর্যের
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য রায় বচ্চন-এর (Aishawarya Rai Bachchan) দূরত্বের খবর ঘনীভূত হচ্ছে মিডিয়ায়।

সূত্রের খবর, সদ্য সমাপ্ত দীপাবলিতেও নাকি বচ্চন পরিবারের (Bachchan Pariwar) গৃহবধূ ছিলেন না তাঁদের সঙ্গে। শুধু তাই না, বিশেষ সূত্রের আরও খবর যে, বিগত ক’য়েক মাস থেকেই ঐশ্বর্য তাঁর মা বৃন্দা রাই (Brinda Rai) মায়ের সঙ্গে থাকছেন। ননদ ও শ্বাশুড়ির সঙ্গে নাকি অভিষেক (Abhishek Bachchan) ঘরণীর সম্পর্ক তলানিতে।

সেই সূত্র ধরেই স্বামী অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে তৈরি হয় দূরত্ব। ঐশ্বর্য সামাজিক যোগাযোগমাধ্যমে (Social Media) সক্রিয় নন। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সম্প্রতি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই-এর (Late Krishnaraj Rai) জন্মদিন (Birthday) পালন করেন মা বৃন্দা রাই (Brinda Rai) ও কন্যা আরাধ্যাকে (Aradhya) নিয়ে। সেখানেও নাকি গড় হাজির ছিলেন জুনিয়র বচ্চন (Junior Bachchan)।
ছবি : সংগৃহীত
