Sasraya News

Friday, March 14, 2025

Agarpara : ভুল অ্যানাউন্সমেন্ট আগরপাড়া স্টেশনে রেল অবরোধ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ আগরপাড়া : আগরপাড়া (Agarpara) স্টেশন মাস্টারের ঘর থেকে একাধিকবার ট্রেনের ভুল অ্যানাউন্সমেন্ট হয় বলে উল্লেখ। এর জেরে শনিবার স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা বিভ্রান্ত হন। একাধিকবার এই ঘটনা ঘটায় যাত্রীরা স্টেশন মাস্টারের ঘরে অভিযোগ জানাতে যান। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওই স্টেশন মাস্টার ও সহকর্মীদের বিরুদ্ধে। যাত্রী বিক্ষোভ শুরু হয় স্টেশনে। সূত্রের খবর, তাঁরা অবরোধ করেন ট্রেন। বিক্ষোভকারীদের একাংশের মতে, মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন ওই স্টেশন মাস্টার। ঘটনায় চাঞ্চল্য আগরপাড়া স্টেশনে।

ছবি : সংগৃহীত

আরও খবর : RG Kar Protest : ৮ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment