Sasraya News

Wednesday, April 23, 2025

Abhishek Banerjee : বসিরহাটের সভা থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

Listen

সাশ্রয় নিউজ ★ বসিরহাট : সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Issue) পরে এই প্রথম বসিরহাটে সভা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। ওই সভায় তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আসন্ন লোকসভা ভোট (Lok Sabha Vote 2024) নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন বলে উল্লেখ। ডায়মন্ড হারবারের সাংসদ প্রশ্ন তোলেন, রাজ্যে কেন সাত দফায় ভোট! তার কথায়, “আগের বার আট দফায় ভোট করেও গোহারা হেরেছেন, এবার সাত দফাতেও গোহারা হারবেন। সাত দফা, আট দফা, মানুষ আপনাদের বৈমাতৃসুলভ আচরণের জবাব দেবেন। ধারাবাহিক ভাবে আপনাদের বাংলা-বিরোধী আচরণের প্রতিশোধ নেবেন মানুষ। এই নির্বাচন কেন্দ্রে সরকার নির্বাচিত করার নয়, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করারও নয়, এই নির্বাচন প্রতিরোধের, প্রতিশোধের এবং শিক্ষা দেওয়ার। বাংলা থেকে বাংলা-বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার নির্বাচন।” এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও সাত দফা ভোট নিয়ে বলেন, “সাত দফায় ভোট করছে। করোনার সময় বলেছিল, কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করাতে হচ্ছে। এখন কী হচ্ছে শুনি? এখন কী অজুহাত, কী টালবাহানা? তামিলনাড়ু, কেরল, কর্নাটক, মহারাষ্ট্রে ক’দফায় ভোট হয়?” শুধু তা-ই নয়, রাজ্যের প্রতি ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সরব হন অভিষেক। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Suriyakumar Yadav : সূর্যকুমারকে ছাড়াই প্রথম ম্যাচে খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ানসকে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment