Sasraya News

Thursday, March 13, 2025

Abhishek Bachchan : সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা, আবেগপ্রবণ অভিষেক

Listen

সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা, আবেগপ্রবণ অভিষেক

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : অভিষেক ও ঐশর্যার (Abhishek Bachchan & Aishwarya Rai Bachchan) দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে জল্পনা নেট পাড়ায়। প্রতিদিন প্রতিনিয়ত বচ্চন পরিবারের পুত্র ও পুত্রবধূকে নিয়ে ছেয়ে যাচ্ছে নেটপাড়ার বড় অংশ। তাতে নেটাগরিকদের আগ্রহও অনেক। ঠিক কোথায় যেতে চলেছে জুনিয়র বচ্চন ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড-এর (Former Miss World Aishwarya Rai) ১৬ বছরের সাংসারিক জীবন! প্রশ্ন নেটাগরিকদের। অবশ্য এ বিষয়ে বচ্চন পরিবারের কেউ-ই কোনও মন্তব্য এখন পর্যন্ত করেননি। এক সঙ্গে অভিষেক ও ঐশ্বর্যাকে (Abhishek and Aishwarya) দেখা যায় তাঁর ভাগ্নে অগস্ত্য নন্দা-এর (Agasstya Nanda)প্রথম অভিনীত ছবি ‘আর্চিজ’ -এর (Archis) প্রিমিয়ারে। ওই প্রিমিয়ার অনুষ্ঠানে বচ্চন পরিবারের অন্যান্যরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অভিষেককে (Abhishek Bachchan) কাজের জগতের বাইরে কখনও সামাজিক মাধ্যমে কথা বলতে দেখা যায়নি আগেও।

👉আরও পড়ুন : Shah Rukh Khan : বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ, বড় দিনে আসছে ‘ডাঙ্কি’

ব্যক্তিগত জীবন নিয়ে তো নয়ই! এবারও তার অন্যথা হল না। সামাজিক মাধ্যমে অভিষেক তাঁর ২০ বছর আগে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নিয়ে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “চোখের নিমেষে সময় চলে যাচ্ছে। ‘এলওসি কার্গিল’ মুক্তি পেয়েছে ২০ বছর হয়ে গেল। বন্ধুদের সঙ্গে কাজ করতে খুব ভাল লেগেছিল। ভারতীয় সেনাদের বীরত্বের গল্প বলতে গিয়ে গর্ব বোধ হচ্ছিল। পরিচালককে অসংখ্য ধন্যবাদ আমায় বাছার জন্য।” জুনিয়র বচ্চন-এর (Junior Bachchan) এই পোস্টের পরেও তাঁদের অনুরাগীদের কৌতুক জিইয়ে থাকল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

-ফাইল ছবি 

👉আরও পড়ুন : Sexual abuse: ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment