Sasraya News

Thursday, March 13, 2025

Abhishek-Aishwarya : জল্পনা উড়িয়ে একসঙ্গে অভিষেক ও ঐশ্বর্য

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বাই :  বচ্চন পরিবারের খবরে সরগরম বিনোদন জগত। বেশ কিছুদিন থেকেই অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর দাম্পত্য নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠে। মিডিয়ার সেই জলঘোলা নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি অভিষেক ও ঐশ্বর্য (Abhishek & Aishwarya) কেউ-ই। নেটাগরিকদের জল্পনায় জল ঢেলে দিয়ে বড় জবাব দিলেন বচ্চন পরিবার। ধীরুভাই আম্বানি গ্রুপ-এর (Dhirubhai Ambani Group) একটি স্কুলের অ্যানুয়াল ডে উদযাপনে দেখা যায় বচ্চন পরিবারের সকলকেই। সেই অনুষ্ঠানে নাচের তালে পা মেলান তাঁরাও। ছিলেন বিগ-বিও (Amitav Bachchan)। একত্রে সকলে আনন্দে মাতলেন। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : ডিম কেনার আগে ভাবতে হচ্ছে ক্রেতাদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment