Sasraya News

Thursday, March 13, 2025

RGKar incident: সি বি আই এর ৪৫ পাতার চার্জশিট অথচ দোষী একজন !

Listen

সি বি আই এর ৪৫ পাতার চার্জশিট অথচ দোষী একজন! 

সাশ্রয় নিউজ:কলকাতা: শিয়ালদহ আদালতে সি বি আই ৪৫ পাতার চার্জশিট জমা করলেন বলেই খবর। অভয়া ধর্ষণ ও খুনের মামলার 48 দিনের মাথায় সোমবার সি বি আই আদালতে ৪৫ পাতার চার্জশিট জমা করল বলে জানা যায়। উক্ত চার্জশিটে ৫৭ জনের সাক্ষির বয়ান রয়েছে এবং সেই চার্জশিটে দোষীদের মধ্যেই প্রথম নাম সঞ্জয় রায়ের বলেই উল্লেখ।

প্রায় দুইমাস ধরে তিলোত্তমা খুন ও ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টে চলছে মামলার শুনানি। এই অভয়া কান্ডে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। সাধারণ মানুষ যে ভাবে পথে নেমে ছিলেন তাতে রাজ্য সরকারের সরকার পরে যাবার ভয় ধরে ছিল বলে মনে করেন ওয়াকিবহাল মহল। যদিও এমন কোন সম্ভবনা হয়নি বলেই সরকারের পক্ষ হতে শোনা যায়। যদিও অভয়া কান্ড কে ঘিরে জুনিয়ার ডাক্তারদের চরমতম আন্দোলনে মাথা ঠান্ডা রেখেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দিয়েছেন বলেই কানাঘুষও হচ্ছে চায়ের দোকান থেকে সমস্ত আড্ডার ঠ্যাকে।
জানা যায় জুনিয়র ডাক্তার ছিলেন অভয়া। মাস্টার্সের দ্বিতীয়বর্ষের ছাত্রী। এমন কিছু ঘটনার জেরেই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই প্রথম দাবি তুলেন dyfi রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী। তাকে প্রথম দিকে সামনা সামনি আন্দোলনে দেখা গেলেও রাজনৈতিক চাপানুতোড়ে হারিয়ে যায়। আর জুনিয়র ডাক্তার তিলোত্তমা খুনের পরদিন থেকেই জুনিয়ার চিকিৎসকরা বিচারের দাবিতে লাগাতার টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পরে কাজে ফিরলেও সেখানে তেমন সুরাহা হয়নি বলেই জানা যায়। এর ফলেই নাকি আবারো তারা আন্দোলনে নামে। এবং ধর্মতলায় চলছে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি। সি বি আই তদন্ত নিয়েও সন্দেহ প্রকাশ করেছে জুনিয়র চিকিৎসকরা । তাদের ভাষায় বোঝা যায় যে অভয়া কান্ডে পুলিশ মূল অভিযুক্ত একজন সঞ্জয় রায় তাকেই গ্রেফতার করেছিল। সি বি আই আসার পরে আরও দুই জন গ্রেফতার হয় একজন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ্ সন্দীপ ঘোষ এবং টালাথনার প্রাক্তন ওসি ।
সূত্রের খবর এই প্রথম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সি বি আই) । তদন্ত কারী সংস্থাকে অভয়া কান্ডে কে, কি জানিয়েছেন ছাড়াও তথ্য প্রমাণ লোপাটের বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ আছে বলে জানা যায়।

 

আরও পড়ুন:President Draupadi Murmu : আর জি কর কাণ্ডে সরব হলেন রাষ্ট্রপতি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment