Sasraya News

Friday, March 14, 2025

India vs Bangladesh : ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের অনুশীলন শুরু

Listen

India vs Bangladesh : ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় শিবির। প্রধান কোচ গৌতম গম্ভীর-এর কোচিংয়ে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। সেই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই নেট প্রাকটিস শুরু করে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই-এর অফিশিয়াল এক্স হ্যাণ্ডেল-এ ক’য়েকটি ছবি ভাগ করে নেওয়া হয়। সেই ছবির ক্যাপশন : ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া একটি উত্তেজক হোম সিজনের জন্য প্রস্তুতি শুরু করল।’ সূত্রের খবর, জসপ্রীত বুমরাকে জোরালো অনুশীলন করতে দেখা যায়। এবং বিরাট কোহলি ৪৫ মিনিট ব্যাট করেন বলে উল্লেখ। শ্রীলঙ্কার মাটিতে কোচ হিসেবে গৌতম গম্ভীর-এর জার্নি পরাজয় দিয়ে শুরু হলেও ভারত বাংলাদেশ সিরিজে সেই দাগ জয় দিয়ে মুছে ফেলতে চান গম্ভীর। তার জন্য শুধু রোহিত, কোহলি, বুমরা নন দলের অন্যান্য ক্রিকেটাররাও গম্ভীরের কোচিং-এ নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন।

ছবি ঋণ : বিসিসিআই 
আরও পড়ুন : Shiksha Ratna Award : শিক্ষারত্ন ফেরনোর সিদ্ধান্ত মুর্শিদাবাদের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment