Sasraya News

Thursday, March 13, 2025

BJP Strike : রাজ্যে বিভিন্ন জেলায় বনধের প্রভাব

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিজেপির ডাকা আজকের বাংলা বনধে মিশ্র সাড়া রাজ্যে। তবে বনধের প্রভাবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনাও ঘটে। পূর্ব বর্ধমান জেলা ও হুগলিতে দোকানপাট প্রায় বন্ধ ছিল। হুগলির মানকুন্ডুতে রেল অবরোধ করে বিজেপি কর্মীরা। ঘটনার পুলিশ ও লোকোপাইলট বাগ্ -বিতণ্ডায় জড়ান বলে সূত্রের খবর। মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধকারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে বলে উল্লেখ। একই সঙ্গে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেলও ফাটায় বলে সূত্রের খবর।

 

 

যানবাহন চলাচলেও বনধের প্রভাব। নদীয়া মুর্শিদাবাদ জেলায় বনধের প্রভাব পড়ে। যানচলাচল মোটের ওপর অনেক কম বলে উল্লেখ। রেল অবরোধের জেরে সাময়িক বন্ধ থাকে রেল চলাচল। কোচ বিহারে বিক্ষিপ্ত ঘটনার খবর। উত্তর চব্বিশ পরগণার ভাটপাটা, বারাসত, ব্যারাকপুরে দোকানপাট ও যানচলাচল সার্বিক বন্ধ ছিল বলে উল্লেখ। নৈহাটি ভাটপাড়ায় দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর ভয় দেখানো ও গুলি চালানোর মতো বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থাকল এই বাংলা।

বিশেষ সূত্রে খুবর, বনধের প্রভাব পড়ে হাওড়া ও শিয়ালদহ বিভাগের রেল চলাচলেও। বিভিন্ন জায়গায় রেল অবরোধ করে বনধকারীরা। কোথাও ওভার হেডে কলাপাতা ফেলে রেল চলাচল বিঘ্নিত করার খবর। সূত্রের আরও খবর এদিন প্রায় ১০০ লোকাল ট্রেন বাতিল হয়। এবং নির্ধারিত সময় থেকে দেরিতে চলে লোকাল ট্রেন। মেট্রো রেল সূত্রে খবর, এদিন স্বাভাবিক ও সময়েই চলে মেট্রো রেল।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Dainik Bajrakantha : প্রকাশিত হল কবি উত্তম চৌধুরী সংখ্যা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment