Sasraya News

Friday, March 14, 2025

Gita Gopinath : ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছাতে কতদিনের অপেক্ষা? জানালেন গীতা গোপীনাথ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে মুখ খুললেন গীতা গোপীনাথ (Gita Gopinath)। আন্তর্জাতিক অর্থভান্ডারের (IMF) প্রথম মুখ্য অর্থনীতিবিদের কথায় “২০২৭ সালের মধ্যেই ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে।” তিনি শুক্রবার একটি সাক্ষাৎকারে জানান, ‘‘ভারতের আর্থিক বৃদ্ধির হার গত অর্থবর্ষে প্রত্যাশার চেয়ে অনেক ভাল ছিল। সেই প্রভাবগুলি এই অর্থবর্ষের জন্য আমাদের পূর্বাভাসকে প্রভাবিত করছে৷ অন্য কারণটি হল, আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখছি, ভারতীয়দের ব্যক্তিগত খরচের হার (ভোগ্যপণ্য কেনার নিরিখে) আবার বেড়ে গিয়েছে।’’ ব্লমবার্গের রিপোর্ট ২০২১ -এর শেষ ত্রৈমাসিক হিসেব অনুযায়ী, করোনাকালের ধাক্কা কিছুটা পিছিয়ে দেয় ভারতকে। ওই রিপোর্টে দাবি করা হয়, ব্রিটেনকে পেছনে ফেলে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশে ভারত উঠে আসে ভারত। তবে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়ে জিএসটি, নোট বাতিল, করোনা ধাক্কা। সেই সমস্ত কিছু সামলে উঠছে ভারত। পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশগুলির সঙ্গে টক্কর দিচ্ছে। গীতার ওই সাক্ষাৎকারে জানান, ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি ২০২৭ সালের ভেতরেই।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sandip Ghosh : CBI এর কবলে আর জি কর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment