Sasraya News

Thursday, March 13, 2025

Sheikh Hasina : পদত্যাগ করেই দেশ ছেড়েছেন হাসিনা, সেনার হাতে বাংলাদেশের ক্ষমতা!

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঢাকা : সোমবার পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সূত্রের খবর, বাংলাদেশের সেনার বিশেষ কপ্টারে তিনি ভারতে আসেন। বাংলাদেশের সেনাপ্রধান সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের খবর জানান। এদিন বিভিন্ন দলের প্রধানদের নিয়ে সেনাপ্রধান বৈঠক করেন।

 

 

 

বাংলাদেশে কার্ফু শুরু হয়েছে বলে উল্লেখ। আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনে প্রবেশ করেন বলে সূত্রের খবর। এছাড়াও দেশটির ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন-এর বাড়িতে সংযোগের ঘটনা ঘটে। এছাড়াও ঢাকাতে পুলিশের সদর দফতরে হামলার অভিযোগ। ছাড়াও দেশটির সংসদ ভবনেও উন্মত্ত জনতা প্রবেশ করেন। দেশটির সংবাদপত্র ‘প্রথম আলো’ এর সংবাদ অনুসারে, বিক্ষোভকারীরা দেশের প্রধানমন্ত্রীর বাড়িতেও হামলা চালায়।

এছাড়াও সদ্য পক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি বিবিসি ওয়ার্ল্ডকে জানান, আর রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা। এমন কী তিনি হতাশও!  

-সংগৃহীত 

আরও খবর : Sarat Chandra Pandit : দাদাঠাকুর (শরৎচন্দ্র পণ্ডিত) বিপ্লবীদেরও গোপনে সহায়তা করতেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment