Sasraya News

Wednesday, March 12, 2025

UEFA Euro Final 2024 : স্পেনের কাছে ফাইনাল হেরে মনখারাপ হ্যারি কেনের

Listen

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : স্পেনের কাছে ২-০ গোলে ইউরো ফাইনাল হারল ইংল্যান্ড (UEFA Euro Final 2024)। ২০২০ -এর পরে ফাইনালে ওঠে হ্যারি কেনরা (Harry Kane)।

 

 

এবার স্পেনের কাছে তাঁদের ফাইনালে হারতে হল।  এই পরাজয় নিশ্চয় মানতে কষ্ট হবে ইংল্যান্ড দলের সদস্যদের। যা স্পষ্ট ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের কথায়। তিনি বলেন, “ঠিক মতো নিজেদের পায়ে বল ধরে রাখতে পারিনি। অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। মানসিক ভাবে খেলা থেকে হারিয়ে গিয়েছিলাম। প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ওদের মতো বল পায়ে রাখতে পারিনি আমরা। এই মুহূর্তগুলোই আসল সময়ে বড় হয়ে যায়। শেষ দিকে ওরা একটা গোললাইন সেভ করল। ওটা গোল হলে অনেক কিছুই হতে পারত। খুব কঠিন প্রতিযোগিতা ছিল আমাদের কাছে। এখন আমরা প্রচণ্ড হতাশ।” এখানেই থেমে থাকেননি ইংল্যান্ডের অধিনায়ক, বলেই ফেলেন, অনেকদিন ধরে তাঁদের এই হারের ব্যথা বইতে হবে। ঠিক কী বলেছেন হ্যারি? তাঁর কথায়, “ফাইনালে হার বাকি সব কিছুর থেকে কঠিন। ম্যাচে আমরা দারুণ ভাবে ফিরে এসেছিলাম। ১-১ করে ফেলেছিলাম। সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা বল ধরে রাখতে পারিনি। তার শাস্তি পেয়েছি।” এর পরেই তিনি বলেন, ”জানি না এখন কী বলা উচিত। অনেক দিন ধরে এই হারের ব্যথা থাকবে। কোনও ফুটবল ম্যাচে এত ব্যথা এই প্রথম পেলাম।” প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালে ফাইনালে পৌঁছেও ইংল্যান্ড পরাজিত হয়েছিল ইতালির কাছে। ঠিক চার বছরের ব্যবধানে ২০২৪ এ তাঁরা ফাইনালে পৌঁছয়। কিন্তু স্পেনের কাছে ইউরোতে দুঃস্বপনের মতো পরাজিত হল ২-০ গোলে। ফাইনালে পরাজয় পিছু ছাড়ল না হ্যারি কেনদের (Harry Kane)! 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Howrah Station : শতবর্ষের অপেক্ষায় হাওড়ার ‘বড় ঘড়ি ‘

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment