Sasraya News

Wednesday, March 12, 2025

YRF Spy Universe : যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের নতুন ছবিতে আলিয়া

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের (YRF Spy Universe) নতুন ছবিতে তাঁকে দেখা যাবে জনালেন আলিয়া ভাট (Alia Bhatt)। ছবিটির নাম ‘আলফা ‘ (Alpha)। আলিয়া ছাড়াও ছবিটিতে রয়েছেন শর্বরী ওয়াগউল্লেখ্য যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডে কোনও নারীশক্তির প্রবেশ ঘটবে বা ঘটছে এমন খবর আগেই চড়াও হয়েছিল। এবার সেই সত্যিই সামনে আনলেন আলিয়া ভাট। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ছবিটির নাম। এছাড়াও তিনি লেখেন, ‘‘এখন আলফা মেয়েদের সময়।’’ ছবিটি যে অ্যাকশন থ্রিলার, তা অনুমেয়। টিজ়ারে আলিয়ার হেঁয়ালিমাখা কণ্ঠস্বর সেই সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। তিনি বলছেন, ‘‘গ্রিক ভাষার প্রথম অক্ষর এবং আমাদের উদ্দেশ্য এক। মন দিয়ে দেখলে, সব শহরে একটা জঙ্গল পাওয়া যাবে। আর জঙ্গলে রাজত্ব করে আলফা।’’ এছাড়াও আলিয়া একটুকরো ট্রিজারও সকলের সামনে নিয়ে আসেন। ছবিটির পরিচালক শিব ওয়ারেল। মূলত অ্যাকশন থ্রিলার ছবি। আলিয়া ও শর্বরী (Sharvari Wagh) ছাড়াও ছবিটিতে বিশেষ ভূমিকায় অনিল কাপুরকেও (Anil Kapoor) দেখা যেতে পারে বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর যে, মুম্বাই ও ইংল্যান্ডে শ্যুটিং হবে। ইতিমধ্যেই শুধুও হয়ে গিয়েছে শ্যুটিং।

ছবি : সংগৃহীত 

আরও খবর : WhatsApp : হোয়াটস অ্যাপ ইউনিভার্সিটি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment