Sasraya News

Friday, March 14, 2025

IPL : আইপিএল থেকে ছিটকে যেতেই বৈঠক সূর্যকুমার-রোহিতদের

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : চলতি আপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছে হার্দিক পাণ্ডিয়া নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবার আইপিএল-এর শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্স টানা তিন ম্যাচে পরাজিত হয়। মাঝে তিন ম্যাচে জয়ে ফিরলেও পরে টানা চার ম্যাচে পরাজিত হয় ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়ার মুম্বাই। প্লে অফের আশা ক্ষীণ থাকলেও সানরাইজার্সের জয়ের পরে তা মিলিয়ে যায়। প্রথম দল হিসেবে চলতি আইপিএল থেকে বিদায় নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সূত্রের খবর যে, এরপরেই দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহর মত সিনিয়র সদস্যরা অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠককে আইপিএল-এ হারের পর্যালোচনা হয় বলেই উল্লেখ। সূত্রের আরও খবর, সিনিয়র ক্রিকেটারদের পক্ষ থেকে হার্দিকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে বলে জানা যায়। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Allegation of breting up the youth and his girlfrienAlligation of breting up the youth and his girlfriend in Kolkata : যুগলকে হেনস্থা, প্রাণনাশের হুমকি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment