Sasraya News

Friday, March 14, 2025

Sandeshkhali : রোবট স্ক্যানারের সাহায্যে সন্দেশখালিতে তল্লাশি

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ সন্দেশখালি : সন্দেশখালিতে (Sandeshkhali) শাহজাহান শেখের ঘনিষ্ঠের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের পরে সেখানে পৌঁছয় NSG টিম। সেখানে রোবটের সাহায্যে তল্লাশি চলছে। সিবিআই সূত্রে খবর যে, শাহজাহান ঘনষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুতের খবর পেয়ে সেখানে তল্লাশি শুরু হয়। মাটি খনন করে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা ও আগ্নেয়াস্ত্র। বিশেষ সূত্রের খবর যে, আবু তালেব মোল্লার বাড়ি থেকে পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশি বন্দুক, ১২৮ রাউণ্ড গুলি, বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়। এর পরেই তদন্তকারীরাদের সন্দেহ হওয়ায়, ওই বাড়ি ও বাড়ির পার্শ্ববর্তী স্থানে রোবট স্ক্যানারের সাহায্যে তল্লাশি চলছে। উল্লেখ্য যে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালির হাফিজুর খাঁ-এর মল্লিকপুরের বাড়িতে তল্লাশি করে তদন্তকারিরা। গোপনসূত্রে পাওয়া খবর পেয়েই বাড়িটিতে তল্লাশি বলে উল্লেখ। সেখান থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয় বলে সূত্রের খবর। -সংগৃহীত ছবি 

আরও খবর : Badsha Maitra : বাম-কংগ্রেস প্রার্থীর প্রচারে ঝড় তুললেন অভিনেতা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment