Sasraya News

Friday, March 14, 2025

Mahua Moitra : মেজাজ হারালেন মহুয়া মৈত্র, তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কৃষ্ণনগর : ‘গো ব্যাক’ স্লোগান মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। ব্রিগেডে প্রার্থী ঘোষণা হওয়ার পরই প্রচারে ব্যস্ত বহিষ্কৃত তৃণমূল সাংসদ। এবারও তৃণমূল তাঁর ওপরেই ভরসা রেখেছে। তারই ভেতর অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় ইডি’র তলব পেয়েছেন মহুয়া। সূত্রের খবর যে, তিনি কেন্দ্রীয় এজেন্সীকে জানিয়ে দেন নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার জন্য যেতে পারবেন না। সূত্রের খবর, শুক্রবার দলীয় কর্মীদের কাছেই ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এহেন পরিস্থিতিতে মেজাজও হারান মহুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ বলে উল্লেখ। এদিন তিনি চাপড়া বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছিলেন। হুডখোলা গাড়িতে প্রচারও করছিলেন। অভিযোগ যে, চাপড়া ১ ব্লকে মহুয়া মৈত্র পৌঁছতেই দলীয় কর্মীদের দ্বারা ‘গো ব্যাক ‘ স্লোগানের মুখে পড়েন। মেজাজ হারিয়ে, মাইক্রোফোন হাতে তৃণমূল প্রার্থীকে বলতে শোনা যায় “ভিডিওটা বন্ধ করুন”। তিনি আরও বলেন, “ভিডিওটা বন্ধ করবেন নাকি আমি কিছু করব?” বলে উল্লেখ। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Gang Raped : ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment