Sasraya News

Wednesday, March 12, 2025

Agnimitra Paul : মহুয়া মৈত্র প্রসঙ্গে সরব অগ্নিমিত্রা পল

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বিঁধলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বিজেপি নেত্রীর কথায়, মহুয়া মৈত্রকে জেলে যেতে হবে। তাঁর কথায় “৪ জুন যা-ই হোক না কেন, জিতুন বা হারুন, কিন্তু তার আগে মহুয়া মৈত্রকে তার কৃতকর্মের জন্য জেলে যেতে হবে। তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়েছেন তার সুবিধার জন্য সংসদে প্রশ্ন করেন।” একই সঙ্গে বিজেপি নেত্রীর কথায়, সিএএ আইন পশ্চিমবঙ্গেও লাগু হবে বলে উল্লেখ। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্দেশ্যে বলেন, “তিনি কি নিপীড়িড়নের শিকার মানুষের নাগরিকত্ব চান না?” উল্লেখ্য, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।  ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Earthquake : ঝড়ের পরের দিনই ভূমিকম্প উত্তরবঙ্গে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment