Sasraya News

Wednesday, March 12, 2025

Lok Sabha Election : ‘অধীরদা বড় মাপের রাজনীতিক’ : বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা

Listen

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : বহরমপুর লোকসভা (Lok Sabha Election) কেন্দ্রে বিজেপি পর্থী ডাঃ নির্মল কুমার সাহা। এই কেন্দ্রে পাঁচ বারের এমপি অধীর চৌধুরী। তাঁর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়বেন নির্মল বাবু। সম্প্রতি চিকিৎসক হিসেবে স্বেচ্ছাবসর নিয়েছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে বিধানসভায় দল প্রার্থী করতে চেয়েছিল, কিন্তু সেবার রাজি হননি। কিন্তু ৬৬ বছর বয়সী চিকিৎসক রাজনীতির ময়দানে নামলেন। প্রার্থী তালিকা বেরুতেই বহরমপুরে জেলা কার্যালয়ে বসে নির্মল বাবু জানান, ‘আমি রাজনৈতিক লোক নই। তবে রাজনীতি নিয়ে সচেতন। সরকারি চাকরি ছাড়ার পর মনে করেছিলাম আমাদের মতো মানুষদের রাজনীতিতে আসা দরকারকার। সমাজের পরিবর্তন করতে এগিয়ে আসা দরকার।’ লড়াইটা অধীর চৌধুরী বনাম বিজেপি? অধীর চৌধুরী সম্পর্কে বহরমপুরের  বিজেপি প্রার্থী বলেন, ‘অধীরদা বড় মাপের রাজনীতিক, কিন্তু লড়াইটা মোদী বনাম ইন্ডিয়া জোট’।

আরও খবর : Sandeshkhali : সন্দেশখালি যেতে বাধা পেলেন বিজেপি বিধায়ক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment