Sasraya News

Wednesday, March 12, 2025

Naushad Siddiqui : নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করল পুলিশ

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। তিনি সন্দেশখালি যাচ্ছিলেন। সন্দেশখালি থেকে ৬২ কি.মি. দূরেই পুলিশ গ্রেফতার করে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। শুধু তাই নয়, পুলিশ তাঁকে প্রথমে কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হল, এ বিষয়ে কিছুই বলেননি। পরে তাঁকে জানান, ১৪৪ ধারা ব্রেক করা হয়েছে বলে গ্রেফতার করা হল ল

নওশাদ সিদ্দিকী বলেন, চার জনের বেশি লোকই ছিল না। তিনি এও জানান, পুলিশের কাছে অ্যারেস্ট মেমো চাইলে দেখাতে পারেননি।

তাঁর কথায়, “কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হল জানানো হয়নি। যেখানে মন্ত্রীরা ঘুরছেন, সেখানে অসুবিধা। তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা না। আমি গেলেই সমস্যা। আর ১৪৪-এর কোনও নোটিসও দেখাতে পারেনি এরা। আজ আমার দু’টো কর্মসূচী আছে। একটা সন্দেশখালিতে যাওয়, আরেকটা বাসন্তীতে। কীসের এত তৎপরতা।” উল্লেখ্য, আইএসএফ বিধায়ক প্রশ্ন তোলেন, কলকাতা পুলিশ এলাকায় কীভাবে ১৪৪ ধারা কীভাবে জারি হল?

আরও খবর : Banka River : বাঁকা নদীর উৎস খোঁজে বিজ্ঞানকর্মীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment