Sasraya News

Friday, March 14, 2025

Covid-19 : ফের রাজ্যে করোনা আক্রান্ত ১, হাসপাতালে চিকিৎসাধীন

Listen

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : রাজ্যে ফের করোনা (corona virus)  আক্রমন। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় মেলে ওই করোনা আক্রান্তের খোঁজ। জেলায় কোভিড রুগী (Covid-19)  মেলায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। জেলায় সতর্কতা জারি করা হয় বলে উল্লেখ। সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতর সককে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তির জিয়াগঞ্জের বাসিন্দা। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। সূত্রে আরও উল্লেখ যে, ওই রুগী প্রথমে মেনিনজাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর কোভিড পরীক্ষা করা হয়। এবং রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁকে আইসোলেশনে রাখা হয়। এবং হাসপাতালের কর্মী, চিকিৎসকরা মাস্ক পরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেছেন বলে উল্লেখ। হাসপাতাল সূত্রে এও জানানো হয়, সাবধানত মেনেই চিকিৎসা পরিষেবা চলছে হাসপাতালে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। -প্রতীকী ছবি 

আরও খবর : IPL 2024 : IPL এর কাউন্ট ডাউন শুরু, ২২ মার্চ প্রথম ম্যাচ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment