Sasraya News

Thursday, March 13, 2025

Central force : ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী : সূত্র

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি। তবে সূত্রের খবর, মার্চেই নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে পারে। তার আগে নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনায় ফাঁক রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর যে৷ চলতি মাসের শেষের দিকেই রাজ্যে প্রবেশ করতে পারে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ভোটারদের আস্থা বৃদ্ধির জন্যই আগে থেকে বাহিনী আসছে বলে উল্লেখ। সূত্রের এও খবর আসন্ন লোকসভা নির্বাচনে ২০১৯ সালের থেকে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে। ২০১৯-এ সংখ্যাটা ছিল ৭৪০ কোম্পানি। -ফাইল চিত্র 

আরও খবর : MP Dev : “যাঁরা সৎ হয় তাঁদের ভয় থাকে না ” : দেব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment