Sasraya News

Thursday, March 13, 2025

MP Dev : “যাঁরা সৎ হয় তাঁদের ভয় থাকে না ” : দেব

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দেন অভিনেতা সাংসদ দেব (Dev)। সেখানে টানা আট ঘন্টা তাঁকে ইডি আধিকারিকদের মুখোমুখি হতে হয় বলে উল্লেখ। আট ঘন্টা জেরা প্রসঙ্গে ঘাটালের সাংসদ বলেন, “আপনাদের মনে হচ্ছে আট ঘন্টা অনেক জেরা হয়েছে। তবে দে আর ভেরি সুইট। দিল্লিতে এটা আমার দ্বিতীয়বার।, ওরা খুব ভদ্র ব্যবহার করেন। তোমরা যেভাবে দেখাও একেবারেই সেরকম নয়। আটঘন্টা ধরে মোটেই জিজ্ঞাসাবাদ চলে না।” কলকাতা বিমানবন্দরে দেব সাংবাদিকদের জানান, “আমার কোনও ভয় আগেও ছিল না। এখনও নেই। যাঁরা সৎ হয় তাঁদের ভয় থাকে না।” প্রসঙ্গত উল্লেখ্য যে, বুধবার ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব ইডি’র দিল্লির দফতরে হাজিরা দেন। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। -ফাইল চিত্র 

আরও খবর : 21 February : বাংলা জুড়ে পালিত একুশে ফেব্রুয়ারি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment