Sasraya News

Friday, March 14, 2025

Sandeshkhali Incident : তীব্র যন্ত্রণার ভেতর রয়েছেন সন্দেশখালির মহিলারা : রেখা শর্মা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের সঙ্গে দেখা করলেন রেখা শর্মা (Rekha Sharma)। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন (Chairpersion of National Commission For Women) সন্দেশখালি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের তিনি বলেন, “তীব্র যন্ত্রণার মধ্যে রয়েছেন সেখানকার মহিলারা।” জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সম্পর্কে মন্তব্য, ”আমার মনে হয় ওনার (মমতা ববন্দ্যোপাধ্যায়) মুখ্যমন্ত্রীর আসন পদত্যাগ করা উচিত।” তাঁর এ-বিষয়ে আরও বক্তব্য যে, ”কোনও পদাধিকারী না হয়ে উনি যদি এখানে আসেন তবেই এখানকার মহিলাদের কষ্ট তিনি উপউব্ধি করতে পারবে। তার আগে নয়।” সাংবাদিকদের তিনি জানান, সন্দেশখালি বিষয়ে আজই তিনি ডিজিপি-এর সঙ্গে বৈঠকে বসবেন। ছবি ঋণ : এএনআই 

আরও পড়ুন : Madhyamik Exam Candidate suicide : মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment