



সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সমাজ মাধ্যমে খুশির খবর দিলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন, তাঁর স্ত্রী নাতাশা। বরুন নাতাশার বেবিপাম্পের ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানেই রবিবার বলি অভিনেতা লেখেন, ‘আমরা অভিভাবক হতে চলেছি। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন। তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন হবু বাবা-মা’কে।
ছবি : ইন্সটাগ্রাম
আরও পড়ুন : Sasraya News, February Issue/2 : সাশ্রয় নিউজ। কবি জীবনানন্দ দাশ ১২৫ তম জন্মদিবস
