



সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ১৭ দীপা দাস নামে ওই ছাত্রী গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়। স্থানীয় মানুষের ভেতর শোকের ছায়া! উল্লেখ যে, মৃত ছাত্রী মন্তেশ্বর থানার বামুনপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায় যে, সন্ধ্যেবেলায় টিভি দেখা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। তাতে পরিবারের গুরুজনেরা একটু বকাবকি করেছিল বলে উল্লেখ! -প্রতীকী ছবি
আরও খবর : Sasraya News, February Issue/2 : সাশ্রয় নিউজ। কবি জীবনানন্দ দাশ ১২৫ তম জন্মদিবস
