Sasraya News

Friday, March 14, 2025

BJP : বিধানসভার সচিবের কাছে প্রতিবাদপত্র বিজেপির 

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিধানসভার সচিবকে প্রতিবাদপত্র বিজেপি বিধায়কদের (BJP MLA’S)।  বিজেপির অভিযোগ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের পরে বিজেপি (BJP) বিধায়করা বেরিয়ে যাওয়ার সময়, তাঁদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের ঘনিষ্ঠরা স্লোগান দেন। বিজেপি সূত্রে দাবি করা হয়, স্পিকারের নিষেধাজ্ঞা থাকায় বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে ভেতরে ঢোকা যায় না। বিজেপি (BJP) সূত্রে এও দাবি, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এমতাবস্থায়, তাঁরা বিধানসভার সচিবের কাছে প্রতিবাদপত্র দেন। পাশাপাশি হেয়ার স্ট্রিট থানায় যাওয়ার কথাও জানান বিজেপির পরিষদীয় দল। বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবিষয়ে বলেন, রাজ্যে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে। সেই আনন্দে স্লোগান দিয়েছেন বিধানভার কর্মীরা। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।”

ছবি : সংগৃহীত 

আরও খবর : Murshidabad Road Incident : পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment