Sasraya News

Thursday, March 13, 2025

Miss World 2023 Bangladesh : কে এই ‘মিস ওয়ার্ল্ড ২০২৩ বাংলাদেশ’?

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাংলাদেশের মুন্সিগঞ্জের গাজারিয়া উপ জেলার মানাবে বসে সুন্দরী প্রতিযোগিতা। সম্প্রতি সেই প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফিনালেতে অংশ নেন নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী।

শাম্মি ইসলাম নীলা। মিস ওয়ার্ল্ড ২০২৩ বাংলাদেশ। ছবি : সংগৃহীত

 

তাঁদের ভেতর থেকে প্রথম ও দ্বিতীয় রানারআপ বেছে নেওয়া হয়। ওই আসরে মিস ওয়ার্ল্ড ২০২৩ বাংলাদেশ’ (Miss World 2023 Bangladesh) হয়েছেন শাম্মি ইসলাম নীলা (Shammi Islam Nila) এবার ৭১ তম মিস ওয়ার্ল্ড-এর আসর বসছে ভারতে। ৯ মার্চ ভারতে শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’।

মিস ওয়ার্ল্ড ২০২৩ বাংলাদেশ। শাম্মি ইসলাম নীলা। ছবি : সংগৃহীত

 

বাংলাদেশ থেকে শাম্মি ইসলাম নীলা প্রতিনিধিত্ব করবেন। করোনার জন্য মাঝে ক’য়েক বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর আসর বন্ধ ছিল। এবছর তা ফের শুরু হল। এবং এই মুকুট গেল শাম্মি ইসলাম নীলা-এর মাথায়। শাম্মি জানান, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু মনে হচ্ছিল, আরও গ্রুমিং এবং অনুশীলন প্রয়োজন। সময়ের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। তারপর মনে হয়, এখন কিছুটা গ্রুমিং হয়েছে। সর্বশেষ শেখার প্রেরণা নিয়েই এ-প্ল্যাটফর্মে পা রাখি।’

প্রসঙ্গত ‘মিস ওয়ার্ল্ড ২০২৩ বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আককিমা আতিকা কণিকা, ও দ্বিতীয় রানারআপের মুকুট গেছে শাকিরা তামান্না মাথায়। 

সমস্ত ছবি : সংগৃহীত 

আরও খবর : Madhyamik Examination 2024 : মাধ্যমিকের দ্বিতীয় দিনে পর্ষদ বাতিল করল ১২ জনের পরীক্ষা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment