



সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : মাত্র বাইশ বছরের ছেলেটির ব্যাটিং জাদুতে মোহিত মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওভার বাউন্ডারি হাঁকিয়ে তাঁর সেঞ্চুরি সম্পন্ন করেন। শুক্রবার দিনের শেষে সেই তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল-এর (Yashasvi Yaiswal) ব্যক্তিগত রান ১৭৯। তাঁর এই রান দেখেই শচীন মুগ্ধ। এক্স হ্যাণ্ডেলে লিখলেন, “যশস্বী ভবঃ”।
যশস্বী (Yashasvi Yaiswal) সম্পর্কে কমেন্টেটর পার্থিব প্যাটেলের (Parthiv Patel) মন্তব্য, ‘শর্টের নিয়ন্ত্রণ এত ভালো যে, খুব সহজে যে কোনও বল সামলাতে পারছে। ড্রাইভের ক্ষেত্রে শরীরের ভারসাম্য থাকাটা দরকার। যশস্বী কিন্তু ব্যালান্স ধরে রেখে নিজের ইনিংসটা খেলে গিয়েছে।’ যশস্বী (Yashasvi Yaiswal) বলেন, ‘ঠিক করেছিলাম, মারার বল পেলে তবেই মারব। শেষ পর্যন্ত থাকার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। কাল নামব আবার। ডাবল সেঞ্চুরির জন্য চেষ্টা করব।’
দিনের শেষে ভারতের স্কোর ৩৩৬-৬। এই রানে ভারতকে পৌঁছতে যশস্বীর (Yashasvi Yaiswal) ব্যাটিংয়ের যথেষ্ট অবদান আছে। একের পর এক ভারতীয় ব্যাটাররা যখন ইংল্যান্ডের কাছে হার মানছে তখন, ক্রিজ কামড়ে দিনের শেষ অব্দি অপরাজিত থাকলেন ভারতের তরুণ ক্রিকেটার।
মাত্র ১৪ রানে ফেরেন রোহিত শর্মা, শুভমন গিল ফিরেছেন ৩৪ রানে, শ্রেয়স আইয়ার ২৭, রজত পাতিদার ৩২, অক্ষর প্যাটেল ২৭, শ্রীকর ভরত ১৭। ইতিমধ্যেই শুভমন, শ্রেয়সদের টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, ইংল্যাণ্ডকে হারাতে ভারতকে বড় রানের ইনিংস খেলতে হবে। শনিবার সেদিকেই চোখ থাকবে সবার। তেমনি যশস্বীর (Yashasvi Yaiswal) জোড়া সেঞ্চুরির জন্য অপেক্ষাও থাকবে।
ছবি : সংগৃহীত
আরও খবর : National Kabadi : হায়দরাবাদে ন্যাশনাল কাবাড়ি প্রতিযোগিতা
