Sasraya News

Thursday, March 13, 2025

Sania Mirza-Shoib Malik Divorce : সানিয়া-শোয়েবকে প্রশ্ন শাখরুখের

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের (Shoib Malik) তৃতীয় বিবাহের খবর সামনে আসে। শোয়েব সমাজমাধ্যমের পাতায় সানা জাভেদের সঙ্গে তাঁর নতুন দাম্পত্য যাত্রার খবর প্রকাশ্যে নিয়ে আসেন।

দীর্ঘদিন থেকেই টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoib Malik) বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন ছিল। তবে সানিয়া বা সানিয়ার পরিবার এবিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও ২০ জানুয়ারি শোয়েবের পোস্টের পরে মুখ খোলেন তাঁরা। সানিয়ার পরিবারের জানান, ক’য়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে সানিয়া ও শোয়েব-এর।

তবে এরই ভেতর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। একটি অনুষ্ঠানে শাহরুখ খান সানিয়া ও শোয়েবকে প্রশ্ন করেন, “কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?” শাহরুখের প্রশ্নের প্রত্যুত্তরে সানিয়া হাসেন। শাখরুখকে তিনি জানান, “শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও-খুব লাজুক। বেশি কথা বলে না।” আর ওই প্রশ্নের উত্তরে শোয়েব মালিক বলেন, “কোনও কিছু  ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।” ওই অনুষ্ঠানে টেনিস তারকা সেদিন শাহরুখকে এ-ও বলেন, “আপনি ওকে একটু বেশি কথা বলতে শিখিয়ে দেবেন।”

উল্লেখ্য যে, সানিয়াকে বিয়ের আগে আরও একটি বিয়ে করেছিলেন শোয়েব। তাঁর প্রথম স্ত্রী’র সঙ্গে ডিভোর্স হয়েছিল বলে উল্লেখ। সানিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী। যদিও শোয়েব তৃতীয় বিবাহের কথা প্রকাশ্যে নিয়ে আসার পরে টেনিস তারকা সানিয়া মির্জার পরিবার শোয়েবের সঙ্গে তাঁর ক’য়েক মাস আগে বিবাহ বিচ্ছেদের হয়ে গিয়েছে বলে জানান। তাঁদের একটি সন্তানও বর্তমান। সে সানিয়ার সঙ্গেই থাকে। প্রসঙ্গত যে, ভাইরাল ভিডিওটি পুরনো। শাহরুখের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানিয়া ও শোয়েব (Sania Mirza-Shoib Malik) তাঁদের আলাপ, প্রেম ও বিবাহ সম্পর্ক মাত্র চার মাসের ভেতর সম্পন্ন হয়। ২০১০ সালের জানুয়ারিতে সানিয়া ও শোয়েবের আলাপ হয় বলে উল্লেখ। সেবছরই এপ্রিল মাসেই চার হত এক হয়। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : SAIF ALI KHAN : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সইফ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment