Sasraya News

Thursday, March 13, 2025

Swarnendu-Shruti : স্বর্ণেন্দু-শ্রুতির বিয়ের ছয় মাস উদযাপন

Listen

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বিয়ের ছয় মাস উদযাপন স্বর্ণেন্দু-শ্রুতির (Swarnendu Samadder  & Shruti Das) গত বছর ১০ জুলাই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samadder)  ও অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)  গাঁটছড়া বাঁধেন। গতকাল মঙ্গলবার তাঁরা তাঁদের ‘হাফ ইয়ার অ্যানিভার্সারি ‘ সেলিব্রেশন করেন। সেইদিন যুগলে একটি ছবি সোশাল মিডিয়ায় (ইন্সটাগ্রাম-এ) শেয়ার করেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)  ক্যাপশনে লেখেন, ‘আনুষ্ঠানিকভাবে মিসেস দাস সমাদ্দার হয়ে অর্ধেক বছর পার করলাম। শুভ ৬ মাস বাবি। যেমন কেক চেয়েছি, ঠিক তেমনই কেক পেয়েছি। এটা দারুণ।’ নেটাগরিকরা যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন।

ছবি : ইন্সটাগ্রাম 

আরও পড়ুন : Buddha Boy : ধর্ষণের অভিযোগে পুলিশের জালে ধর্মগুরু ‘বুদ্ধবয়’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment