Sasraya News

Thursday, March 13, 2025

Ira Khan-Nupur Shikhre Marriage : অতিথিদের থেকে একটি জিনিস চাইলেন ইরা

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : প্রায় আট কিলোমিটার দৌড়ে বুধবার ইরাকে বিয়ে করলেন নূপুর (Ira khan-Nupur shikhre Marriage) তাঁর এই অভিনবত্ব সকলের নজর কেড়েছেন। খান বাড়িও সেজে ওঠে বিয়ের আনন্দে। গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা যায় ইরার (Ira khan) মা আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও আরেক প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে (Kiran Rao) সকলেই খোশ মেজাজে ছিলেন। ইরা-নূপুরের সইসাবুদ করে বিয়েতে (Ira Khan Nupur Shikhre Marriage) উপস্থিত ছিলেন আত্মীয় পরিজন ও বন্ধু-বান্ধবরাই। সেলেব বিয়েতে নানান বাধা নিষেধ থাকলেও আমির কন্যার বিয়েতে ছিল না কোনও কড়া বাধানিষেধ। কিন্তু ইরা অতিথিদের কাছে একটি জিনিসই চাইলেন, তা হল, আশীর্বাদ। তিনি কোনও উপহার নেবেন না বলেও জানান। তবে তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থাকে চাইলে কেউ ডোনেট করতে পারেন। উল্লেখ্য যে, সূত্রের খবর, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে ইরার স্বেচ্ছাসেবী সংস্থা। বিয়ের অনুষ্ঠানে খোশমেজাজে দেখা যায় আমির খানকেও (Amir Khan)।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Ira Khan Wedding : বিয়ে করলেন ইরা খান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment