Sasraya News

Thursday, March 13, 2025

Darshana and Sourav Wedding : সৌরভকে বিয়ের আগের মুহূর্তে হঠাৎ কী বললেন দর্শনা!

Listen

সৌরভকে বিয়ের আগের মুহূর্তে হঠাৎ কী বললেন দর্শনা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : টলিউডে বিয়ের হিড়িক। সদ্য বিয়ে সেরেছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay & Piya Chakraborty Wedding) ও পিয়া চক্রবর্তী। সন্দীপ্তা ও সৌম্য (Actress Sandipta Sen & Soumya Marriage)।

অভিনেত্রী দর্শনা বণিক। ছবি : সংগৃহীত

 

তারপরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি নায়িকা দর্শনা বণিক (Actress Darshana Banik) ও অভিনেতা সৌরভ দাস (Actor Sourav Das)

সৌরভ ও দর্শনা। ছবি সংগৃহীত

 

আরও পড়ুন : Parambrata Chattopadhyay : পিয়াকে বিয়ের পরে হঠাৎ কী বললেন পরম, সকলে চমকে গেলেন!

সৌরভ টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)  ও সিনেমা জগতে নিজের কাজের জায়গা শক্ত করে ফেলেছেন। দর্শনাও স্ট্রাগল করছেন টেলিভিশন জগতে। দুই পরিবারেই বিয়ের প্রস্তুতি শেষ পর্বে। আজ দর্শনার সল্টলেকের বাড়িতে অধিবাস (Adhiwas /Adhibas) সম্পূর্ণ হয়। অভিনেত্রী সেই ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে।

সৌরভ ও দর্শনা। ছবি সংগৃহীত

 

বিয়েতে বাঙালি রীতির সমস্ত কিছুই মানবেন বলে সৌরভ-দর্শনা জানান। সল্টলেকের বণিক বাড়ি যেমন সেজে উঠেছে বিয়ের আলোয় তেমনি সৌরভের বাড়িতেও বিয়ের হৈচৈ। শহরের একটি পাঁচতারা হোটেলে বসবে তাঁদের বিয়ের আসর।

অভিনেত্রী দর্শনা বণিক। ছবি সংগৃহীত

 

দর্শনার মা ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। দাদা ও বৌদি থাকেন ক্যালিফোর্নিয়ায়। বিয়েতে যোগ দিতে তাঁরা কলকাতা এসে পৌঁছেছেন।

দর্শনা বণিক। ছবি : সংগৃহীত

 

অন্যদিকে, জীবনের আরেক অধ্যায় শুরুর আগে অনেকটাই বিষণ্ণ দর্শনা। কেন? মা’কে হারানোর পরে বাবা-ই তাঁর একমাত্র আশ্রয় হয়ে ওঠেন। তাঁর হাত ধরেই দেশ-বিদেশে ঘোরাফেরা। টলি-অভিনেত্রী বলেন, ”এই সময়ে মা থাকলে কী ভাল হত! সবসময়েই মনে হয় সেটা। বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা খুবই কঠিন। কিন্তু আমার বাবা পুরো ‘ড্যাডি কুল’। আমাকে আর বাবাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছেন।”

অভিনেত্রী দর্শনা বণিক। ছবি : সংগৃহীত

 

বিয়ের পরে বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি কীভাবে সামলাবেন অভিনেত্রী? তা-ও ছক করে নিয়েছেন। তিনি জানান, ‘শুরুতে আমি অনেকটাই আমি আর সৌরভ আলাদা থাকব। মিলিয়ে মিশিয়ে থাকা, কাজের জন্য অন্য শহরেও যেতে হতে পারে আমাদের। আপাতত তো এরকমভাবেই ম্যানেজ করব। পরেরটা পরে ভাবা যাবে।”

অভিনেতা সৌরভ দাস। ছবি : সংগৃহীত

 

পাশাপাশি দর্শনা জানান, ”সপ্তাহে তিন-চারদিন হয়ত আমি সৌরভের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে থাকব। কিন্তু আমি বাকি সময়টা চেষ্টা করব নিজের বাড়িতেই থাকতে।” আপাতত সৌরভ ও দর্শনার বিয়ের আঁচে মশগুল টলিউড ও নেটপাড়া। চার হাত এক হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা! 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Abhishek Bachchan : সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা, আবেগপ্রবণ অভিষেক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment