



চলবে শীতের ব্যাটিং, বৃষ্টির সম্ভবনা পাঁচ জেলায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতেই শুরু হয়েছে শীতের ইনিংস। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা পতন হয়েছে। দক্ষিণের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের আমেজ নিচ্ছেন বাসিন্দারা। গত শনিবার থেকে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতেই খোশমেজাজে বঙ্গবাসী। কলকাতা আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ক’য়েক দিন জাঁকিয়ে শীত পড়বে। আবহাওয়া বদল হওয়ার তেমন সম্ভবনা নেই। সেইসঙ্গে কোথাও কোথাও থাকবে হালকা ও মাঝারি কুয়াশা। কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আগামী বুধবার কলকাতার আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকার ইঙ্গিত দেওয়া হয়। কলকাতা ও দক্ষিণবঙ্গে শুষ্ক ও শীতের ব্যাটিং থাকলেও উত্তরের পাঁচ জেলায় কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভবনার কথা জানায়, আলিপুর আবহাওয়া অফিস। জেলাগুলি হল, যথাক্রমে : কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচ বিহার। হাওয়া অফিস সূত্র জানাচ্ছে, এই জেলাগুলিতে শীতের দাপট যেমন থাকবে, সঙ্গে সঙ্গেই কোনও কোনও জায়গায় হতে পারে তুষারপাত ও শিলাবৃষ্টিও। প্রসঙ্গত, চলতি সপ্তাহের আগামী চার-পাঁচ দিন শীত পড়বে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রীর কাছাকাছি যেতে পারে তাপমাত্রার। একইসঙ্গে ১৫ ডিগ্রীরও নিচে যেতে পারে কলকাতার পারদ, জানানো হয় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
👉আরও পড়ুন : Suvendu Adhikari : ‘উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন ‘: শুভেন্দু অধিকারী
ছবি : প্রতীকী
