Sasraya News

Friday, March 14, 2025

Suvendu Adhikari : ‘উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন ‘: শুভেন্দু অধিকারী

Listen

‘উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন’ : শুভেন্দু অধিকারী 

সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : উত্তরবঙ্গে (North Bengal) দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) তীব্র বাক্যবাণ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন : Maidan Metro : হাওড়া ময়দানে পার্কিং লট নিয়ে সমস্যা

(Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘উত্তরবঙ্গ অবহেলার শিকার, উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী।’ এখানেই থামেননি বিধানসভার বিরোধী দল নেতা (Opposion Leader)  তাঁর কথায়, ‘উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন।’ এরপরেই কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। বলেন, ‘মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন? বেড়াতে আসেন, আর ভোটের আগে মিথ্যা কথা বলতে আসেন’

আরও পড়ুন : Hoogly : যুবককে কান ধরে ওঠবস করালেন বিধায়ক

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment