Sasraya News

Thursday, March 13, 2025

Salman Khan : ভক্তদের উদ্দেশ্যে কী বললেন সালমান

Listen

ভক্তদের উদ্দেশ্যে কী বললেন সালমান

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সালমান খান-এর (Salman Khan) নতুন ছবি ‘টাইগার-থ্রি’। ‘টাইগার-থ্রি’-এর (Tiger 3) মুক্তির পরে তাঁর ভক্তদের ভেতর শুরু হয়েছে উত্তেজনা। নতুন ছবিকে বরণ করে নিতে সালমান ভক্তরা মুক্তির পরে থেকেই হলগামী। তাঁদের বাজি পোড়াতেও দেখা যায় বলে উল্লেখ। এখানেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। রবিবার সালমান খান তাঁর ফ্যানদের উদ্দেশ্যে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে (Cinema Hall) এ বিষয়ে বলেন, ‘আমি শুনেছি ‘টাইগার-থ্রি’ চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরে অনেকে বাজি পোড়াচ্ছিলেন। এটি অত্যন্ত বিপজ্জনক। নিজেদের ও অন্যদের বিপদে না ফেলে ছবি উপভোগ করুন। সাবধানে থাকুন।’ ‘টাইগার-থ্রি’ মুক্তির দিনই প্রায় ৪৪ কোটি টাকা ব্যবসা করেছে। এই সিনেমাটির সঙ্গেই বহুদিন পরে পুনরায় সালমান ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) জুটি পর্দায় ফিরল।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment