



ডিপজলকে কী বললেন ইধিকা, শুনে সকলে চমকে গেলেন!
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : অভিনেত্রী ইধিকা পালকে (Actress Idhika Paul) বাংলাদেশী অভিনেতার পোশাক আক্রমণে সরব হয় নেটাগরিকরা। বাংলাদেশ সিনেমা (Bangladeshi cinema) জগতের অভিনেতা ডিপজল অভিনেত্রী ইধিকা পাল-কে পোশাক নিয়ে আক্রমণ করেন। ডিপজল-এর কথায়, ইধিকার এদেশে (বাংলাদেশ) আসাই উচিৎ না। কারণ তাঁর পোশাক অশালীন। ডিপজলের (Diojol) এই মন্তব্যের পরে প্রতিক্রিয়া তৈরি হয় নেট মহলেও। নেটাগরিকদের একটা বড় অংশ ডিপজলের ওই মন্তব্য গ্রহণ করতে পারেননি। অন্যদিকে, ইধিকা জানান, উনি আমার থেকে সিনিয়র। ভাবিনি এমনটা বলতে পারেন। আসলে পোশাক তো কখনও অশ্লীল হয় না। হয় মানুষের আচরণ।” ইধিকার আরও সংযোজন, “উনি বড় মানুষ, আলাদা করে কিছু বলার নেই। আমি সবে ইন্ডাস্ট্রিতে এসেছি। তবে তাঁর কাছে আমার প্রশ্ন আছে। উনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি। অশ্লীল কোনটা?” প্রসঙ্গত উল্লেখ্য যে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান-এর (Shakib Khan) বিপরীতে ‘প্রিয়তমা ‘ নামে একটি ছবি করেন। সেই ছবিটি বাংলাদেশে সাফল্য পায়। তাঁর পরেই ডিপজলের এহেন মন্তব্য ভারতীয় বাংলা অভিনেত্রীর দিকে।
ছবি : ইনস্টাগ্রাম
