



শামীকে বিয়ের প্রস্তাব বাঙালি অভিনেত্রীর
Mohammad shami, Indian cricketer, World Cup 2023, CWC 2023, ICC Men’s ODI World Cup 2023 India, Cricketer Mohammad Shami, cricket World Cup 2023, Payel Ghosh, Bengali Actress, Bengali Actrss Payel Ghosh,
সাশ্রয় নিউজ ★ কলকাতা : চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে বোলিং করছেন মোহাম্মদ শামী। এখন পর্যন্ত বাংলার ক্রিকেটার ১৬ টি উইকেট পেয়েছেন। তাঁর খেলায় মুগ্ধ হয়ে, তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসলেন এক বাঙালি অভিনেত্রী। সঙ্গে সর্তও রাখেন। না, সামনাসামনি না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যাণ্ডেলে ওই অভিনেত্রী লেখেন, ‘শামী, তুমি ইংরেজি বলাটা ঠিক করে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি।’ ২ তারিখ এক্স হ্যাণ্ডেলে শামীকে এভাবে বিয়ের প্রস্তাব দেওয়ায় ঝড় ওঠে সমাজ মাধ্যমে।
