



৫০ দিন পেরিয়েও ছুটছে জওয়ান
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : ৫০ দিন পেরিয়ে গিয়েছে জওয়ান (Jawan) -এর। বক্স অফিসে কাঁপিয়ে চলেছে অ্যাটলি পরিচালিত ছবিটি। শাহরুখের এই ছবিটি সেপ্টেম্বর মাসের সাত তারিখ মুক্তি পায় ভারতের তিনটি ভাষা যথাক্রমে হিন্দি, তেলেগু ও তামিলে।
সারা বিশ্বে পঞ্চাশ দিনের হিসেবে ছবিটি আয় করে ১,১৪৬ কোটি টাকা। ২০২৩ সালে এই ছবিটি সব চেয়ে বেশি ব্যবসা করে। শুধুমাত্র দেশে বক্স অফিসে জওয়ান আয় করেছে ৭৬৯ কোটি টাকা। ছবিটির যে সপ্তাহে মুক্তি পায়, সেই সপ্তাহে আয় করে ৩৪৮ কোটি টাকা। এখনও বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে কিং খান (Shah Rukh Khan) -এর ছবিটি।
ছবি : সংগৃহীত
