



প্রথম সপ্তাহেই জওয়ান-এর ব্যবসা ৫০০ কোটি
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সপ্তাহ ঘুরতেই আবার শাহরুখ খানের ভাগ্যের চাকাও ঘুরল। তাঁর এবছর মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবি জওয়ান প্রথম সপ্তাহেই ব্যবসা করে ৫০০ কোটি। শাখরুখের পাঠান বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল। ছবিটি নিয়ে বিতর্ক উঠলেও ছবির ব্যবসায় কিন্তু কমতি ছিল না। যশরাজ ফিল্মস প্রযোজিত পাঠান বিশ্বজুড়ে ব্যবসা করে ১১০০ কোটি টাকা। ঠিক তার ন’মাসের মাথায় জওয়ান মুক্তি পায়। প্রথম সপ্তাহেই ছবিটি পেরিয়েছে ৫০০ কোটির ঘর। প্রশ্ন উঠছে, এবার কী শাহরুখ ও নয়নতারা অভিনীত ছবিটি পাঠান-এর রেকর্ড ভেঙে দেবে? উল্লেখ যে, মুক্তির দিনই ১০০ কোটির গণ্ডি লঙ্ঘন করে অ্যাটলি পরিচালিত জওয়ান। ছবির সাফল্য দেখে এক ট্যুইট বার্তায় অক্ষয় কুমার শুভেচ্ছা জানান কিং খানকে। ট্যুইটার হ্যান্ডেলে অক্ষয় লেখেন, ‘‘কী দুর্দান্ত সাফল্য! আমার জওয়ান,পাঠান, শাহরুখকে অভিনন্দন। আমাদের ছবির সময় ফিরেছে, আর একেই বলে প্রত্যাবর্তন!’’ শাহরুখও সতীর্থর ট্যুইটের উত্তর দেন, ”তুমি আমাদের সকলের জন্য প্রার্থনা করেছিলে, সফল না হয়ে যাবে কোথায়। অনেক শুভেচ্ছা তোমাকেও, সুস্থ থাকো খিলাড়ি! ভালোবাসা নিও।” উল্লেখ্য, জওয়ান-এ শাহরুখ-এর বিপরীতে ডেবিউ হয় দক্ষিণী তারকা নয়নতারার।
ছবি : সংগৃহীত
