



বিজয় ‘কুর্শি’-এর সাফল্য ভাগ করে নিতে চান ১০০ পরিবারের সঙ্গে
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বিজয় দেবরাকোণ্ডার ‘কুর্শি’ ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই ১৬ কোটি টাকার ব্যবসা করেছে। স্বাভাবিকভাবেই খুব খুশি বিজয়। এই ছবিতে বিজয়ের সঙ্গে জুটি বেঁধেছেন আরেক দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। তেলেগু এই ছবিটি দক্ষিণী সিনেমায় আবার ঝড় তুলেছে বলে মনে করেন সিনেমা সমালোচকরা। বিজয় তাঁর আনন্দ ভাগ করে নিতে চান দর্শকদের সঙ্গে। এমনই জানান। বিজয়ের কথায়, অল্প দিনের ভেতরেই সোশাল মিডিয়ায় একটি ফর্ম ছাড়া হবে। সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর থাকবে। সেই ফর্ম ফিলাপ করে তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। পড়াশোনার খরচ চালাতে সমস্যা, পরিবারে অসুস্থ এই ধরনের ১০০ টি পরিবারকে বিজয়ের টিমের সদস্যরা বেছে নেবেন ফর্ম দেখে। বিজয় ওই ১০০ টি পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবেন বলে উল্লেখ। দক্ষিণী এই অভিনেতা মনে করেন দর্শকদের ভালবাসা না রইলে এমন হওয়ার ছিল না। বিশেষভাবে উল্লেখ্য যে, ‘লাইগার’ সিনেমার মধ্যে দিয়ে বিজয় দেবরাকোণ্ডা-এর বলিউডে ডেবিউ হয়। ‘কুর্শি’ তাঁকে আরেকবার সিনেমা জগতে বিশেষ স্থান দিতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকেরা।
