Sasraya News

Wednesday, March 19, 2025

International News : ইজিপ্ট ও ইজরায়েল গুলির লড়াইয়ে হত ৪

Listen

ইজিপ্ট ও ইজরায়েল গুলির লড়াইয়ে হত ৪

সাশ্রয় নিউজ ★ জেরুজালেম : ইজিপ্ট ও ইজরায়েলের সংঘর্ষে প্রাণহানি ৪ জনের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনজন সেনাকে হত্যা করে ইজিপ্ট সেনা। সেই সঙ্গে একজন ইজিপ্ট সেনারও প্রাণহানির খবর। শনিবার ইজরায়েলি ডেফেন্স ফোর্স সূত্রে জানানো হয়, সীমান্ত রক্ষার কাজে যুক্ত পুরুষ ও নারী সহ মোট তিনজনকে গুলি করে হত্যা করে ইজিপ্ট সেনা। পাল্টা আক্রমণে প্রাণ হারাণ একজন ইজিপ্ট নিরাপত্তারক্ষীও।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment