



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাদের দখলে? (70 th National Film Award) তালিকা প্রকাশ্যে। পরিচালক অনীক দত্ত -এর ‘অপরাজিত’ (Aparajito) দু’টি বিভাগে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত। পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে যথাক্রমে ‘অপরাজিত’-এর ‘বেস্ট মেকআপ আর্টিস্ট’ (Best Make Up Artist) ‘বেস্ট প্রোডাকশন ডিজাইন’ (Best Production Design) জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বলে উল্লেখ। ‘অপরাজিত’ এর বেস্ট মেকআপ আর্টিস্ট পুরস্কার পাচ্ছেন সোমনাথ কুণ্ডু। এবং ওই ছবিরই বেস্ট প্রোডাকশন ডিজাইননের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আনন্দ আঢ্য। ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানের একটি সংবাদ মাধ্যমকে জানান, ”এখন সেলিব্রেশনের বিষয়ই নেই। আমাদের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পদাতিক’ ছবির প্রচারও কমিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু হয়ে গিয়েছিল, আমাদের ব্যবস্থা অনেকটা এগিয়ে গিয়েছিল বলে শেষ মুহূর্তে ছবির মুক্তি পিছিয়ে দিতে পারিনি। কিন্তু পুজোয় যে ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে তার ঘোষণা এখনও করিনি আমরা, স্থগিত রেখেছি। পরিস্থিতির উন্নতি হলে সেলিব্রেশনের কথা পরে ভাবা যেতে পারে।’ তিনি আরও বলেন, ”নিঃসন্দেহে জাতীয় পুরস্কার পাওয়া অত্যন্ত আনন্দের ও স্বস্তির খবর। আমরা যে ধরনের ছবি করি সেগুলির ক্ষেত্রে বড় পাওনা। ‘অপরাজিত’ এই সম্মানটা ডিজার্ভ করে বলে মনে করি আমরাও। আনন্দিত অবশ্যই তবে একটাই দুঃখ যে সেরা ছবির পুরস্কার পেলাম না। অনেক খেটে তৈরি করা ছবিটা, গোটা দেশে না হলেও আশা ছিল যে বাংলায় অন্তত সেরা ছবি হবে। কিন্তু জ্যুরির সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। ফলে তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা শিরোধার্য। সবমিলিয়ে আনন্দ যেমন হচ্ছে তেমনই একটু দুঃখও হচ্ছে বলতে পারি।’
পরিচালক অনীক দত্তও খুশি এই পুরস্কারে। দুই শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ ‘অপরাজিত’ এর পরিচালক। তিনি বলেন, “এটুকু বলব, জাতীয় পুরস্কার আমি খুশি হতাম কিন্তু সেটাই সেটাই আমার কাছে শেষ কথা হত না। কারণ যে কোনও ছবি কেমন তা নিয়ে শেষ কথা বলে দর্শক। ‘অপরাজিত’ সেখানে দেশে বিদেশের বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছে। তবে হ্যাঁ, জাতীয় পুরস্কার পেলে একটা আলাদা স্বীকৃতি তো পাওয়া যায়-ই। আমি খুব খুশি যে সোমনাথ এবং আনন্দর এই সম্মানে সম্মানিত হয়েছে।”
ছবি : সংগৃহীত
