Sasraya News

Thursday, June 19, 2025

Kalna : কালনায় মৃত এক ব্যক্তি, পুলিশের জালে অভিযুক্ত 

Listen

কালনায় মৃত এক ব্যক্তি, পুলিশের জালে অভিযুক্ত 

সাশ্রয় নিউজ : এক বিজেপি কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল একজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কালনা -২ ব্লক-এর বৈদ্যপুরে এই ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষজন। বিশেষ সুত্রে জানা যায় যে, অভিযুক্ত বিজেপি কর্মী জানিয়েছেন,  দয়াল নামে ওই তৃণমূলকর্মী প্রায়ই তাকে বিরক্ত করতেন। দয়ালকে তাই মারধোর করেন কৃষ্ণ। তারপর মারা যান দয়াল। এই ঘটনায় পুলিশ অ্যারেস্ট করেছেন অভিযুক্ত বিজেপি কর্মীকে। পুলিশ সুত্রে খবর, অভিযুক্ত কৃষ্ণ চন্দ্রহাটির বিরুদ্ধে তৃণমূলকর্মীকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment