



ফুলব্যবসায়ীদের মাথায় হাত
সাশ্রয় নিউজ : দূর্গা পুজো মানেই মহাঅষ্টমীর অঞ্জলি। দেবীর ১০৮ পদ্ম চারদিন ব্যাপী পুজো। আর এই পুজোকে ঘিরেই অনেক ছোট ছোট ব্যবসায়ীদের মুখে ফুটে হাসি।
শরতের শিউলি আর শালুক অন্য রঙ আনে। কিন্তু পুজোর মন্ডপে মন্ডপে ফুলের যে যোগান দেন সেই ফুল ব্যবসায়ীরা এবার পুজোয় তেমন ভাবে লাভ করতে পারলেন না। কার্যত মন্দা ফুলের বাজার। শিখা কর্মকার, কৌশল্যা মণ্ডল, ঊষা মণ্ডল দুর-দুরান্তের গ্রাম থেকে শহরে এসেই ফুলের যোগান দিয়ে থাকেন। সেই ফুলেই পূজিত হন দেবী দূর্গা।
এবারও তার কোনও ত্রুটি হয়নি। যথা সময় ভোরবেলাতেই তারা ফুল নিয়ে উপস্থিত বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড এলাকায়। বিকেল ঘনিয়ে গেলেও ফুল তাদের বিক্রি হয়নি। ঋণ নেওয়া টাকায় দুটো লাভের মুখ দেখতে এমন ভাবেই কাঁচা মালের রিক্স নিয়েছিলেন দূর্গাৎসব ঘিরে। যদি হাতে দুটো পয়সা আসে! অথচ হালকা বৃষ্টি গুমোট গরম ও ব্যবসার স্থান পরিবর্তন করেই আজ সব মাটি হয়ে গেল শিখা কর্মকার, কৌশল্যা মণ্ডল, সঞ্জিতা মণ্ডল, ঊষা মণ্ডলের মতো অসংখ্য ফুল ব্যবসায়ীদের। এঁরাই দিনের পর দিন শহরের মানুষদের ফুলের যোগান দেন নিয়মিতই। আর এটাই তাদের একমাত্র রুজি রুটি। তবুও তাঁরা আশা ছাড়েননি আগামী মহা নবমীর দিকে ফুল নিয়েই তাঁরা আবার আশার ঘর বাঁধছেন।
