



শশী থারু-এর মনোনয়ন, লড়বেন মল্লিকার্জুনও
সাশ্রয় নিউজ : অবশেষে জট তাহলে কাটল? জাতীয় কংগ্রেসের সভপতি পদ নিয়ে জল-ঘোলা চলছিল বেশ কিছু দিন যাবৎ। রাজস্থান-এর মুখ্যমন্ত্রী অশোক গেহলেট-এর জাতীয় কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন পেশ করার সম্ভাবনা সংবাদমাধ্যমে উঠে এসেছিল। কিন্তু সেই সম্ভাবনায় বিশবাঁও জলে ঠেলে শশী থারুর পেশ করলেন। কেরলের সাংসদ শশী। জননেতা হিসেবে জনপ্রিয়। সংবাদসূত্রে খবর, এই নেতার বিপক্ষে জাতীয় কংগ্রেসের সভাপতি পদের জন্য লড়বেন মল্লিকার্জুন খাড়গে।
