Sasraya News

Thursday, February 13, 2025

276 killed in Landslides in Wayanad : ওয়েনাড়ের ভূমিধসে হতের সংখ্যা ২৭৬

Listen

সাশ্রয় নিউজ ★ ওয়েনাড় : কেরলের ওয়েনাড়ের ভূমিধসে হতের সংখ্যা দাঁড়া ২৭৬ (276 killed in Landslides in Wayanad)। প্রাকৃতিক পরিবেশ অনুকূল না থাকলেও উদ্ধার কাজ অব্যাহত। কাজ করছেন NDRF, রাষ্ট্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, কেরল সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সাধারণ মানুষ।

জেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত মোট ২৭৬ জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজ ১৫০ জনেরও বেশি। তাঁদের সন্ধান চলছে বলে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজে।

 

ভূমিধস বিধ্বস্ত এলাকা। ছবি : সংগৃহীত

 

বৃষ্টি এখনও অব্যাহত। তবে থেমে নেই উদ্ধার কাজ। দিন-রাত এক করে উদ্ধার কাজ করে চলেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ, সেনাবাহিনী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবা মোকাবিলা বাহিনী ও সাধারণ মানুষও। প্রসঙ্গত ওয়ানাড়ে ভূমিধসে বিলিন হয়ে যায় চুরালমালা, অট্টামালা এবং নুলপুঝা, মুন্ডাক্কাই গ্রাম। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সর্বদলীয় বৈঠক ডাকেন বৃহস্পতিবার। পিনারাই জানিয়েছিলেন, ‘‘আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনও দেখেনি।’’ বুধবার আটকে পড়া ক’য়েকজন গ্রামবাসীকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। পিনারাই এ-প্রসঙ্গে বলেন, ‘‘দু’দিনের অভিযানে মোট ১৫৯২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলি সমন্বয় রেখে অক্লান্ত ভাবে কাজ করে গিয়েছে বলেই এই সাফল্য মিলেছে।’’ বিশেষ সূত্রে খবর, অনেক গ্রামবাসীই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

 

ছবি : সংগৃহীত 

আরও খবর : UPSC cancel Puja Khedkar’s provisonal candidature as IAS : পূজার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল UPSC

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment