



সানি সরকার : সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২১ ফেব্রুয়ারি বুধবার কলকাতার ধর্মতলার ট্রাম ডিপোর ভাষা শহীদ বেদীতে মাল্যদান করেন বিশেষ বুদ্ধিজীবী মহল। পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ গান ও বক্তব্যের মধ্যদিয়ে পালিত হয় ভাষা দিবস। অন্য দিকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভাষা শহীদ দিবস পালিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় বাংলা বিভাগের সামনে আম্রকুঞ্জে। এই অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ শহীদ বেদীতে মাল্যদান করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া, বাংলা বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস সহ আরও অনেকেই।
সুখেন বাবু জানান, বাঙালির নাগরিক মনন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আধুনিকতার বদলে একদিনের কৃত্রিম বাঙালিয়ানাকে গুরুত্ব দেওয়ার ফলে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে। উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া বলেন, সবার আগে বাংলা ভাষাকে বাজার অর্থনীতির উর্দ্ধে নিয়ে যেতে হবে। বাংলায় বিভিন্ন বিদেশি শব্দের পরিভাষা তৈরি করতে হবে। তবেই বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদির কাজ বাংলায় চালানো সম্ভব। পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও বাংলাকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, স্কটিশ চার্চ কলেজের একুশে ফেব্রুয়ারি উদযাপন হল।
কলেজ স্কোয়ার-এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। রানাঘাট রবীন্দ্র সার্ধশতবর্ষ মঞ্চে অনুষ্ঠিত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষ্যে রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় “শিশুমিলন সবপেয়েছির আসর” -এর ভাই-বোনরা।
এছাড়াও কবিতা আবৃত্তি সঙ্গীত মিলে জমজমাট ছিল এই দিনের আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস পালন। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সকলেই। পূর্ব বর্ধমান কানলা হিন্দু গার্লস স্কুলে পালিত হয় এই উৎসব। শিক্ষিকামন্ডলীর মধ্যদিয়ে শুরু হয় শহীদ বেদীতে মাল্যদান পর্ব। ছাত্রীরাও “এই বাংলা ভাষা মাতৃ ভাষা ” বলে গেয়ে ওঠে গান। মুর্শিদাবাদের একাধিক জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সেই উপলক্ষ্যে সঙ্গীত, আবৃত্তি, স্বরচিত সাহিত্য পাঠের আসরও বসে। উল্লেখ্য যে, এদিন সারা বাংলা জুড়েই বক্তৃতার পাশাপাশি বাংলাভাষার আমাদের গুরুত্ব এবং আগামী ভবিষৎ নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে নৃত্য কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, কবিতা কোলাজ চোখে পড়ে। এমন কি সোশ্যাল মিডিয়া জুড়ে এই বাংলা ভাষার জয়গান, আলোচনা, স্বরচিত কবিতা নাটক গল্প প্রব্ন্ধ পাঠ ইত্যাদির মাধ্যমে ভাষা শহীদ দিবস পালিত হয়। ছবি : সংগৃহীত
আরও খবর : Sasraya News, 21 February : সাশ্রয় নিউজ একুশে ফেব্রুয়ারি কবিতা সংখ্যা
