



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ২০২৪ সালে বেশ কিছু ঘটনা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মধ্যে থেকে সেরা পাঁচে আলোকপাত করলে আমরা দেখব –
১. অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের ভেতর আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
২. দেশের রাজনৈতিক ক্ষমতায় ফেরে এনডিএ জোট। ফের প্রধানমন্ত্রীর আসনে বসেন নরেন্দ্র মোদী।
৩. ২০২৪ স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় তথা দেশবাসীর মনে। ইসরোর চন্দ্রযান-৩ সফল উৎক্ষেপণ হয় ২০২৪ সালে। সারা দেশে আলোড়ন তৈরি হয় ইসরোর কীর্তিতে। মহাকাশ গবেষণায় নতুন দরজা খুলে দেয় ভারত।
৪. ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে গভীর দাগ পড়ে।
৫. অলিম্পিক্সে ভারত ছাপ রাখে। ৬ টি পদক জয় করে। জোড়া পদক জেতে মনু ভাকর। শুটিংয়ে এই পদক জেতেন মনু। এছাড়াও সবরজিৎ সিং পদক জেতেন। স্বপ্নিল কুশালও পদক জেতেন। প্যারিস অলিম্পিক্সেও পদক জেতে ভারতীয় হকি দল।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News | Sunday’s Literature Special | 29th December 2024 | Issue 45 || সাশ্রয় নিউজ | রবিবারের সাহিত্য স্পেশাল | ২৯ ডিসেম্বর ২০২৪ | সংখ্যা ৪৫
