



সাশ্রয় নিউজ ★ কলকাতা : সমাজমাধ্যমের পাতায় ফের সানিয়া মির্জার (Sania Mirza) পোস্ট। শুক্রবার ভারতের প্রাক্তন টেনিস তারকা ব্যক্তিগত জীবন নিয়ে পোস্টে তুলে ধরেছেন। সানিয়া (Sania Mirza) সেই পোস্টে জানান, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওই পোস্টে সানিয়া (Sania Mirza) জানান, “জীবনে এমন কিছু ঘটে যা সম্পর্কে বাইরের মানুষ-জনের কোনও ধারণা থাকে না। এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় যে, জীবন পাল্টে যায়। আমরা ভাঙি, গড়ি এবং শিখি কী ভাবে আরও শক্তিশালী হয়ে উঠবো। তাই কেউ যদি তোমার কোনও একটা বিষয় দেখে সেটা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটাকে পাত্তা না দেওয়াই ভাল।” এখানেই শেষ নয়। সানিয়া একই পোস্টে আরও লেখেন, “মনে রাখতে হবে কী ভাবে তুমি সব ঝড় সামলে এগিয়ে চলেছ। অন্যরা সেগুলো জানে না। কাউকে কিছু প্রমাণ করার নেই। ঝড় সামলে নিজেকে প্রমাণ তুমি করে দিয়েছ। সেটাই আসল।”
প্রসঙ্গত, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদের (Sania Mirza and Shoaib Malik Divorce) খবর প্রকাশ্যে আসে শোয়েব মালিক তৃতীয় বিবাহের খবর প্রকাশ্যে নিয়ে আসার পরে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সানা জাভেদকে বিয়ে করেছেন। সেই খবর সমাজ মাধ্যমে নিজেরাই পোস্ট করেন শোয়েব ও সানা। তার আগে থেকেই অবশ্য সানিয়া তাঁর পুত্রকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। তখন থেকেই তাঁদের ভেতর মনোমালিন্যের খবর ছড়ায়। সেই খবর যে বিচ্ছেদের তা স্পষ্ট হয় শোয়েবের তৃতীয় বিবাহের খবরের পরে। তারপরেই সানিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ক’য়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়।
অন্যদিকে, শুক্রবার প্রাক্তন টেনিস তারকার পোস্ট তাঁর ব্যক্তিগত সময়ের চিহ্ন বহন করে। সেদিক থেকে বাধা-বিপত্তির ভেতরও সানিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে মানসিকভাবে ইতিবাচক থাকার ইঙ্গিতই দিয়েছেন বলে ক্রীড়া মহলের সূত্রে খবর।
ছবি : সংগৃহীত
আরও খবর : Poet Anna Ferriero : AUGUST and other poems
