



সাশ্রয় নিউজ : একদিকে বিশ্বজোড়া ময়দান কাঁপানো ছেলেটা আর অন্যদিকে সিনেমার জগতে এক মহান অভিনেত্রীর তকমা পাওয়া সেই মেয়েটি আর কেউ নয় ক্রিকেটার বিরাট কোহলি তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ এই সময়ের প্রধান ব্যাটসম্যান এবং এই সময়ের অন্যতম অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কি ঘটেছে জানলে ! জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ একজন মাঠের মধ্যে থেকে আর একজন বিনোদনের দুনিয়ায় থেকে এক অন্য তারার জগত দেখেছিলেন তারা। যেখানে মজার সাবজেক্ট ছিল প্রেম এবং সেই প্রেমের আদর্শে ঘটে গেল তাদের পরিণয় । পরিণয়ের সেই সুখের সংসারে এলো এক নতুন সদস্য। এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি আপনারা চমকে যাবেন চমকে যাবেন এই কারণে যে বিরাট কোহলির থেকে অনুষ্কা শর্মা বেশ কয়েক মাসের বড় কতটা। কৌতূহল কতটা বড় জানেন জানলেই চমকে যাবেন। প্রেমের ক্ষেত্রে বয়স যে কোন বাঁধা নই তা ইতিহ@সে আছে। কোহলির জন্ম হয়েছিল ১৯৮৮ সালের ৫ই নভেম্বর ঠিক ওই একই বছর পহেলা মে অনুষ্কা শর্মার জন্ম হয়েছিল বিরাটের থেকে অনুষ্কা শর্মা মাত্র ৬ মাস ৪ দিনের বড়। তবে বয়সের ব্যবধান তাদের মধ্যে কখনোই কোন রকম ভাবে বাধার সম্মুখীন হতে হয়নি হ্যাঁ, এখন দেখার বিষয় যে মেয়ে ভূমিকা তাদের জীবনের এক নতুন ফল এবং এরপরেই অনুষ্কা শর্মাকে আবার সিনেমা জগতে নতুন রূপে দেখতে পাবো আমরা ঝুলন গোস্বামীর বায়োপিক কে অভিনয় করতে চলেছেন তিনি ।
