Sasraya News

Thursday, June 19, 2025

“সার্ভিস রেকর্ড প্রকাশ করলে পরীক্ষার ফলাফলও প্রকাশ করুন” : সুজন চক্রবর্তী

Listen

“সার্ভিস রেকর্ড প্রকাশ করলে পরীক্ষার ফলাফলও প্রকাশ করুন” : সুজন চক্রবর্তী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী-এর স্ত্রীর চাকরি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “বাম জমানায় সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি পরীক্ষার ভিত্তিতে হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। বিস্তারিত তদন্ত অবশ্যই দরকার। পূর্ণাঙ্গ তদন্ত হবে কিনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক করা হবে। তৃণমূল সরকার বাম আমলে নিয়োগের শ্বেতপত্র প্রকাশ করবে বলেছে। সেই শ্বেতপত্রের ভিত্তিতে মামলা হলে আদালত নির্দেশ দিলে বিচার হতে পারে।” অন্যদিকে সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী-এর বক্তব্য, “সার্ভিস রেকর্ড প্রকাশ করলে পরীক্ষার ফলাফলও প্রকাশ করুন। পরীক্ষায় প্রথম হয়েছিলেন স্ত্রী।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment